ন্যাভিগেশন মেনু

এসএসসি জুনে ও এইচএসসি পরীক্ষা জুলাইয়ে!


মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে জুন মাসে এবং  এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন মন্ত্রী।

পাঠ্যসূচি কমিয়ে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত করে তার ভিত্তিতে শ্রেণিকক্ষে ক্লাস নিয়ে জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। আর কমানো পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস নিয়ে জুলাই-আগস্টে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ২০২০ সালেল এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে বন্ধ রাখা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর পর বেশ কয়েক দফায় বাড়ানো হয় ছুটি। সর্বশেষ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার।

সিবি/এডিবি