ন্যাভিগেশন মেনু

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার


চলতি বছর এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।

আগামীকাল সোমবার (০৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে চলতি বছর এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষা।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২৮ হাজার ৮৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের (২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন  শিক্ষার্থী ) ৩ হাজার ৫১২ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি।

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নিচ্ছে ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই ও বাহরাইন কেন্দ্রে পরীক্ষা দেবে ৩১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৮৬ জন ছাত্র, আর ১৫৬ জন ছাত্রী। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া এবার অন্যান্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবে।

সিবি / এস এস