ন্যাভিগেশন মেনু

এসএসসিতে পাসের হারে খুলনা বিভাগে শীর্ষে সাতক্ষীরা


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে পাসের হারে খুলনা বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। এ জেলায় গড় পাশের হার ৯৪ দশমিক ৩ শতাংশ।

এই বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করা ১০ জেলার মধ্যে ৯৪ দশমিক ৩ শতাংশ গড় পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা।

রবিবার (৩১ মে) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাধব চন্দ্র রুদ্র জানান, এই বোর্ডের ২৯৮টি বিদ্যালয় থেকে ১৮ হাজার ৫৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ১৬ হাজার ৯৯৭ জন।

তিনি আরও জানান, এর পরেই রয়েছে খুলনা জেলা। তাদের গড় পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া বাগেরহাট জেলায় ৯০ দশমিক ৮৬ শতাংশ, যশোর জেলায় ৯০ দশমিক ৪ শতাংশ, চুয়াডাঙ্গা জেলায় ৮৬ দশমিক ৯৯ শতাংশ, নড়াইল গড় পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ, ঝিনাইদহ জেলায় ৮৩ দশমিক ৭৪ শতাংশ, মাগুরা জেলায় গড় পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ, কুষ্টিয়া জেলায় ৮০ শতাংশ ও মেহেরপুর জেলায় গড় পাসের হার ৭৮ দশমিক ৩০ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।

ওয়াই এ/ এডিবি