ন্যাভিগেশন মেনু

এ বছরই মিলতে পারে করোনার টিকা: হু


করোনাভাইরাসের টিকা চলতি বছরই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার (৬ অক্টোবর) সংস্থার মহাপরিচালক টেডরস আধানম এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিষয়ক নির্বাহী বোর্ডের দুদিনব্যাপী বৈঠক শেষে আধানম বলেন, ‘আমাদের টিকা প্রয়োজন এবং আশা করা যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ আমরা হয়তো টিকা পাব। আশা জাগছে।’

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল ২০২১ সালের আগে করোনার টিকা পাওয়া যাবে না। মঙ্গলবার  মহাপরিচালক টেডরস আধানম সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন বৈশ্বিক টিকা প্রকল্প কোভাক্সের পাইপলাইনে করোনার ৯টি টিকা রয়েছে। ২০২১ সালের শেষ নাগাদ ২০০ ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার।

ওআ/