ন্যাভিগেশন মেনু

এ বছরও এশিয়া কাপ বাতিল


করোনাভাইরাসের সংক্রমণে কারণে এশিয়া কাপ স্থগিত করা হয়েছে। বুধবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। 

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এশিয়া কাপ এক ধাক্কায় দু'বছর পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর হতে পারে এশিয়া কাপ। কারণ, ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী দু'বছরের জন্য সব দেশই ক্রীড়াসূচি চূড়ান্ত করে ফেলেছে এবং এর মধ্যে এশিয়া কাপের জন্য সময় বার করা কঠিন হতে পারে।

২০১৮ সালে শেষবার ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করলেও গত বছর করোনার কারণে পিছিয়ে আনা হয় এই বছরের জুনে। কিন্তু করোনা পরিস্থিতির বাস্তব ভয়াবহতার কথা মাথায় রেখে এখন এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক শ্রীলঙ্কা।

ওআ/