ন্যাভিগেশন মেনু

এ বছর হচ্ছে না এশিয়ার বিশ্বকাপ বাছাই


ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ বাছাইয়ের খেলাগুলো আগামী অক্টোবর-নভেম্বর মাসে হওয়ার কথা থাকলেও তা করোনাভাইরাসের প্রভাবে ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে যাচ্ছে।

বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বর্তমানে বেশ কয়েকটি দেশের কোভিড-নাইনটিন পরিস্থিতি বিবেচনা করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের চিন এফএসি এশিয়ান কাপের বাছাই পর্ব স্থগিত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী অক্টোবর-নভেম্বরে হতে চলা এই ম্যাচ গুলো ২০২১ সালে আয়োজন করা হবে।’

অন্যদিকে এশীয় ফুটলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, স্বাস্থ্য সুরক্ষায় ফিফা ও এএফসি একযোগে কাজ করবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাকিম্যাচগুলোর দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, বাছাই পর্বের চারটি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করেছিল দিনকয়েক আগে।

এমআইআর/এডিবি