ন্যাভিগেশন মেনু

ওকে বাজার লিমিটেডের সাথে ‍যুক্ত হলো ৩০০ নারী উদ্যোক্তা


‘টিম ইন্সপিরেশন এন্ড ই-কর্মাস’ এর ব্যানারে কর্মরত প্রায় তিনশত নারী উদ্যোক্তা তাদের তৈরী পণ্য ইলেকট্রনিক বা ফেসবুক বাজারে বিক্রির কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত করার লক্ষ নিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ওকে বাজার লিমিটেডের সাথে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে ‘টিম ইন্সপিরেশন এ্যান্ড ই-কর্মাস এর দিনব্যাপী মিলন মেলা ও প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওকে বাজার ও টিম ইন্সপিরেশনের সংযুক্তি ঘোষণা করা হয়।

ওকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও সংগীত পরিচালক ইবরার টিপু ও ‘টিম ইন্সপিরেশন এ্যান্ড ই-কর্মাস এর প্রধান ফৌজিয়া খানম গণমাধ্যমকর্মীদের সাথে এ বিষয়ে কথা বলেন।

ইবরার টপিু বলেন, বিশ্বব্যাপী অনলাইন মার্কেটিং, ই-কমার্স বা ফেসবুক মার্কেটিং এখন ব্যাপকভাবে প্রচলিত, বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। বিশেষ করে বিগত ২ বছরে করোনা মহামারীর মধ্যে বাংলাদেশে ই-কমার্সের প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। করোনা না হলে হয়ত এত দ্রুত এর প্রবৃদ্ধি হতো না।

তবে এই ব্যাপক প্রসারের ফলে ই-কমার্স ব্যবসায়ীদের একটি নীতিমালার অধীনে কঠোরভাবে পরিচালনার নীতি বাস্তবায়ন না হলে ভোক্তা বা গ্রাহকদের অধিকার সঠিকভাবে সংরক্ষণ না হতে পারে, কারণ এর কিছু দৃষ্টান্ত ইতিমধ্যেই বড় বড় কিছু অনলাইন ভিত্তিক বাজারজাতকরণ প্রতিষ্ঠান স্থাপন করেছে।

তিনি বলেন, ওকে বাজার তার মূলনীতির জায়গায়, গ্রাহককে সত্যিকার অর্থেই গুনগত মান সম্পন্ন পণ্য সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে সরবরাহের অঙ্গীকার নিয়ে কাজ করছে।

টিম ইন্সপিরেশন এর প্রধান ফৌজিয়া খানম বলেন, এসএমই খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলত পুঁজির সংকটে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারছেনা।

এক্ষেত্রে তিনি আর্থিক প্রতিষ্ঠানসমূকে শিথিল মনোভাব নিয়ে এগিয়ে আসার এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

এমআইআর/ওআ