ন্যাভিগেশন মেনু

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুখবর পেল বাংলাদেশ


টি-টোয়েন্টির র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। শুক্রবার (১ মে) র‌্যাঙ্কিংয়ে নতুন হালনাগাদ আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে ১ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এখন বাংলাদেশের অবস্থান ৮ নাম্বারে। অন্যদিকে ওয়ানডে র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ৭ নাম্বারে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট (২২৯) সমান। ক্যারিবিয়ানরা বাংলাদেশের চেয়ে ম্যাচ বেশি খেলায় রয়েছে নবম স্থানে।

২২৮ পয়েন্ট নিয়ে দশে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া (২৭৮)। ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে চারে। 

দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড (২৬৮) ও ভারত (২৬৬)।পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পয়েন্ট যথাক্রমে ২৫৮, ২৪২ ও ২৩০।

টেস্টে শীর্ষস্থান হারিয়েছে ভারত। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা। ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। 

নিউজিল্যান্ড ১১৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। ১০৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থান ইংল্যান্ডের। এরপর রয়েছে শ্রীলঙ্কা (৯১), দক্ষিণ আফ্রিকা (৯০), পাকিস্তান (৮৬) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৯)।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের পয়েন্ট ১১৯। 

এরপর যথাক্রমে অবস্থান করছে নিউজিল্যান্ড (১১৬), দক্ষিণ আফ্রিকা (১০৮), অস্ট্রেলিয়া (১০৭), পাকিস্তান (১০২), বাংলাদেশ (৮৮), শ্রীলঙ্কা (৮৫), ওয়েস্ট ইন্ডিজ (৭৬) ও আফগানিস্তান (৫০)।

ওআ