ন্যাভিগেশন মেনু

ওয়াসিক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড মঞ্জুর


নওমুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) বিকালে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে হাজির করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, ‘সোমবার বিকালে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ওয়াসিক বিল্লাহ নোমানীকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের বিচারক একেএম রওশন জাহানের আদালতে হাজির করে পুলিশ দশদিনের রিমান্ড চাইলে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

চলতি বছরের ২৯ মার্চ ওয়াসিক বিল্লাহ নোমানীর ইসলামী সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও ওয়াসিক বিল্লাহ নোমানী বলেন, আমরা যদি খেলাফত কায়েম করতে পারি তাহলে, “আল্লাহর কসম সংবাদ দেখার টাইম পাবি না। একটা একটা ধরবো, আর জবাই করবো। এখন রক্ত দিতে হবে, রক্ত, কারা কারা রক্ত দিতে রাজি আছেন? রক্ত।”

এর আগে, রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সানকিপাড়ার এসএ সরকার রোড থেকে তাকে আটক করে পুলিশ। পরে রাতেই তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

ওয়াসিক বিল্লাহ নোমানী ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি ২০১২ সালে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। আগে তার নাম ছিল চয়ন কুমার দাস। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়। বারার নাম মনোরঞ্জন দাস।

এমআইআর/এডিবি/