ন্যাভিগেশন মেনু

ওএমএসের চাল-আটা পেয়ে উপকৃত চাটমোহরবাসী


পাবনার চাটমোহরে করোনাকালীন কঠোর লকডাউনে খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল ও আটা পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ওএমএসের বিক্রয় কেন্দ্রে বেশ ভিড় দেখা গেছে।

জানা গেছে, গত ২৫ জুলাই থেকে চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ, থানা বাজার (আটচালা) ও বাসস্ট্যান্ড এলাকায় ৪টি স্থানে একযোগে চাল ও আটা বিক্রি শুরু হয়। প্রতি কেজি চাল ৩০ টাকায় ও প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি হচ্ছে। চারজন ডিলার প্রতিদিন ৬ মেট্রিকটন চাল এবং ৪ মেট্রিকটন আটা বিক্রি করছেন। যে কেউ নির্ধারিত স্থান থেকে ৫ কেজি চাল ও ৫ কেজি পরিমান আটা কিনতে পারছেন।

ডিলার ও সুবিধাভোগীরা জানান, অপেক্ষাকৃত কম দামে চাল ও আটা পেয়ে এই দুঃসময়ে চাটমোহরের নিম্ন ও মধ্যবিত্তরা উপকৃত হচ্ছেন।

এ ব্যাপারে চাটমোহরে কর্মরত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, খোলা বাজারে চাল ও আটা বিক্রির বিষয়টি আমরা মনিটরিং করছি।

আইকেআর/এসএ/এডিবি/