ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা


কক্সবাজার সদর উপজেলার  দিকে ইসলামাবাদ ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার ইউনিয়নের উত্তর লরাবাগ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় টমটম চালক আবুল কালাম ও আজিজুল হকের পরিবারে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা ও তার স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে মা-মেয়েকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, পরিদর্শক) আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'আবুল কালাম স্থানীয় মৃত জাফর আলমের ছেলে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে আবুল কালাম পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এডিবি/