ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে তিনদিনে করোনা টিকা নিয়েছে ২ হাজার জন


কক্সবাজারে গত তিনদিনে দুই হাজার জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা পর্যন্ত জেলার ৯টি সেন্টারে এই টিকা দেওয়া হয়। সকাল ১০টার পর থেকে কক্সবাজার সদর হাসপাতালে ৩টি বুথে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া রামু সেনানিবাসে একটি সেন্টার খোলা হয়েছে। সেখানে সেনাবাহিনীর সদস্যদের টিকা দেওয়া হচ্ছে।

জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বুথে টিকা দেওয়া হচ্ছে।

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান জানান, কক্সবাজারে প্রথম দিন টিকা নিয়েছেন ৩৮৭ জন। দ্বিতীয় দিন সোমবার টিকা নিয়েছেন ৭১৭ জন। তৃতীয় দিন মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত জেলার ৯টি সেন্টারে টিকা দেওয়া হয়েছে প্রায় ৯০০ জনকে।

জেলায় আজ সকাল পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছে ১০ হাজারে বেশি। নিবন্ধনের সংখ্যা প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে।

সিবি/এডিবি