ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে মাস্ক না পরায় জরিমানা


কক্সবাজার শহরে মাস্ক না পরায় ১৬টি মামলায় ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ জরিমানা করেন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

তিনি জানান, এ সময় বারবার অনুরোধ, নির্দেশনা ও সতর্ক করার পরেও মাস্ক না পরায় ১৬টি মামলায় ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাস্ক ছাড়া রাস্তায় চলাচলকারী জনগণকে মাস্ক কিনতে  বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন, অপরকে নিরাপদ রাখুন এ শ্লোগানে সবার মাঝে সচেতনতা সৃষ্টির পাশপাশি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এস এ /এডিবি/