ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ অটোরিকশা চালক আটক


কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ী জনপদ ঈদগড় থেকে ১ লাখ পিস ইয়াবাসহ হাফেজ আহমেদ (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাচার কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

শনিবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ, সদর মডেল থানা ও অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইলামের নেতৃত্বে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অটোরিকশা চালক হাফেজ আহমেদ বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। তা চলে সকালে সাড়ে ৯টা পর্যন্ত। তারপর ঈদগড় দিকে আসা সিএনজি চালিত অটোরিকশাটি থামানো হয়। সেটি তল্লাশি করে ইঞ্জিনবক্সের ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে অটোরিকশা চালক হাফেজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।

শনিবার (৯ জানুয়ারি)  দুপুরে এক ব্রিফিংয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচারে নতুন নতুন রুট বের করছে। এসব সড়ক চিহ্নিত করে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এক লাখ ইয়াবা উদ্ধারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, মাদক কারবারীরা যেমন পাচারের জন্য তাদের কৌশল পরিবর্তন করছে ঠিক তেমনি আমরাও আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের আটক করার নানা কৌশল অবলম্বন করেই চলেছি। আর এ অভিযান অব্যাহত থাকবে।

এস এ এম/ এস এ/এডিবি