ন্যাভিগেশন মেনু

কক্সবাজার যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু


চট্টগ্রামের রাউজান থেকে মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে আহত মো. মিজান (৩৫) এর মৃত্যু হয়েছে। 
 সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
এর আগে গত ৭ সেপ্টেম্বর মোটরসাইকেল নিয়ে বন্ধুদেও সঙ্গে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাফারী পার্ক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। নিহত মিজান রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা এরাকার হাসমত আলী কাজীর বাড়ির ইলিয়াস আলীর ছেলে। 


রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, এই ধরনের কোনো সংবাদ পাইনি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।