ন্যাভিগেশন মেনু

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তির পর ফের কারাগারে ইরফান সেলিম


মায়ের মৃত্যুতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইরফান সেলিম। এরপর তাকে ফের কারাগারে নেয়া হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে চকবাজার শাহী মসজিদে মায়ের জানাজায় অংশ নেন ইরফান। পরে আজিমপুর কবরস্থানে দাফন পর্যন্ত তিনি ছিলেন বলে জানান ইরফানের বাবা ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহীউদ্দীন মাহমুদ বেলাল।

তিনি বলেন, ‘জানাজায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।’

ঢাকার জেলার মাহবুবুল আলম জানান, প্যারোলে মুক্তি পেয়ে সোমবার পৌনে ৩টায় ইরফান সেলিম কেরানীগঞ্জ কারাগার থেকে বের হন। সন্ধ্যা ৭টার সময় তাকে আবার ফিরিয়ে আনা হয় কারাগারে।

তিনি আরও বলেন, ‘ইরফানের মায়ের মৃত্যুর পর রোববার রাতেই জেলা প্রশাসকের মাধ্যমে তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়।’

রবিবার রাত পৌনে ১২টায় ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ইরফান সেলিমের মা গুলশান আরা সেলিম মারা যান। গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।

গত ২৫ অক্টোবর রাতে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজী সেলিমের একটি গাড়ি থেকে দুই-তিনজন ব্যক্তি নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম আহমেদ খানকে মারধর করে। এ ঘটনায় ২৬ অক্টোবর ইরফানসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলাটি করেন ওয়াসিফ আহমদ খান। এরপর র‍্যাব হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

ওআ/