ন্যাভিগেশন মেনু

কমনওয়েলথ গেমসে বাছাইপর্ব খেলতে হবে নারী দলকে


কমনওয়েলথ গেমসে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব পেরিয়ে মূল ইভেন্টে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে।

কমনওয়েলথ গেমসের ২২তম আসর বসবে ইংল্যান্ডের বার্মিংহ্যামে। আগামী বছরের ২৮ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ৮ অগাস্ট।

আসন্ন আসরে নারীদের ক্রিকেট ইভেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই আসরে সরাসরি খেলার সুযোগ হয়েছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার।

সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো বাছাই করা হয়েছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে। সাত দলের পর অষ্টম দল নির্বাচন করা হবে বাছাই পর্বের মাধ্যমে। বাছাই পর্ব শুরু হবে আগামী ২০২২ সালের ৩১ জানুয়ারি।

এমআইআর/ এডিবি/