NAVIGATION MENU

কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু


রাজধানীর দক্ষিণ কমলাপুরে অসাবধানতার কারনে বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস হাসান শুভ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস হাসান শুভ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মসিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কমলাপুর পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বিএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

প্রতিবেশী শাহাদৎ হোসেন ফাহিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাসার সামনে গলির সড়কে ক্রিকেট খেলতে ছিলেন তারা। এ সময় বল একটি বাড়ির টিনের চালে আটকে যায়। শুভ পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি বেয়ে বল আনতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এস এ /এডিবি