ন্যাভিগেশন মেনু

কমলা হ্যারিসের সাথে বিতর্কে অংশ নিতে প্রস্তুত ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী ৪ সেপ্টেম্বর ভাইস প্রেসিডেন্ট  ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সাথে বির্তর্কে অংশ নিতে ফক্স নিউজের সাথে একমত পোষণ করেছেন।


শনিবার (৩ আগস্ট) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বুধবার, ৪ সেপ্টেম্বর কমলার হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে রাজি হয়েছি। এই বিতর্ক ঘুমন্ত বাইডেনের সঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু বাইডেন আর থাকছেন না কারণ তাকে সরিয়ে ফেলা হয়েছে।

 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে হ্যারিস জানিয়েছিলেন তিনি নির্বাচনি বিতর্কে অংশ নিতে ফক্স নিউজ যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়েছেন।