ন্যাভিগেশন মেনু

জাতীয় অর্থ বাজেট ২০২১-২০২২

করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা অপরিবতর্তি


আগামী অর্থবছরে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা অপরিবতর্তি রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন। বাজেট অধিবেশনে তিনি বলেন, ‘২০২১-২০২২ অর্থবছরে ৩ লাখ টাকার বেশি কোনো ব্যক্তি আয় করলে তাকে কর দিতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯-১০ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা, যা ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ টাকায় উন্নীত করা হয়। নারী করদাতা, সিনিয়র করদাতা, প্রতিবন্ধী করদাতা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আরও বেশি।’

তিনি বলেন, ‘আগামী অর্থবছরে তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য সামাজিক আত্তীকরণের লক্ষ্যে বিশেষ বিধান চালুর পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি।’

এমআইআর/ওআ