ন্যাভিগেশন মেনু

করােনায় ভারতে ২৪ ঘণ্টায় কমেছে আক্রান্ত ও মৃত্যু


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কয়েকদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৯৫ জন এবং ৪১ হাজারের বেশি নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে এরমধ্যে চিন্তা বাড়াচ্ছে ভারতের কেরালা রাজ্য। দেশটির মোট সংক্রমণের এক-তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হয়েছেন এই রাজ্যে।

রবিবার (১১ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। শনিবার সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৬ জন। 

ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৪ লাখ ৮ হাজার ৪০ জন এবং মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজারের বেশি। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১১৮ জন।

গত ২৪ ঘণ্টায় শুধু কেরালায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। মৃত্যুও হয়েছে শতাধিক।

এদিকে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে। এই আবহে মেদিনীপুর পৌরসভার আরও ৪টি ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।

ভারতে এখন পর্যন্ত মোট ৩৭ কোটি ৬০ লাখ ৩২ হাজার ৫৮৬টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

এস এ/এডিবি/