ন্যাভিগেশন মেনু

করােনায় ভারতে ২৪ ঘণ্টায় ৪২ হাজার আক্রান্ত, মৃত ১২০৬


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কয়েকদিনের ব্যবধানে মৃত্যুর হার ফের বেড়েছে। এই ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর রাশ টানা যাচ্ছে না। কয়েকদিন মৃত্যু হাজারের নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছে বারোশ'র বেশি মানুষ এবং ৪২ হাজারের বেশি নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। শুক্রবার সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন।

ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৪ লাখ ৭ হাজার ১৪৫ জন এবং মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৭১৬ জন। দেশটিতে মোট সুস্থের সংখ্যা বেড়ে হলো ২ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ৫৩৮ জন। 

পশ্চিমবঙ্গে শুক্রবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৯৯৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন।

শুক্রবার প্রায় ৩০ লাখ ৫৫ হাজার মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত দেশে ৩৭ কোটি ২১ লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

এরইমধ্যে রয়েছে ডেলটা প্লাস ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ত্রিপুরা রাজ্যে করোনাভাইরাসের ডেলটা প্লাস ভেরিয়েন্টের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এই রাজ্যে ১৫১টি নমুনায় ভাইরাসের ডেলটা প্লাসের উপস্থিতি দেখা গেছে।

এডিবি/