ন্যাভিগেশন মেনু

করোনাভাইরাস:‘কোর্ট খোলার আগেই সিদ্ধান্ত নেব’


`আমরা করোনাভাইরাস নিয়ে সচেতন। সব কিছু খেয়াল রেখেই আমরা সিদ্ধান্ত নেবো। কোর্ট খোলার আগেই সিদ্ধান্ত নেবো।‘

বুধবার (১৮ মার্চ) মুজিববর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় সুপ্রিম কোর্ট চত্ত্বরে প্রধান বিচারপতি এ কথা বলেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, `আমরা সব জজ বসে সিদ্ধান্ত নেব, এ নিয়ে কী করা যায়। আপাতত কোর্ট বন্ধ আছে। কোর্ট খোলার আগেই আমরা সবাই একবার বসব। মানুষের ও বিচারপ্রার্থী জনগণ যারা আছেন, তাদের যাতে ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সব কিছু খেয়াল রেখেই আমরা সিদ্ধান্ত নেব। কোর্ট খোলার আগেই সিদ্ধান্ত নেব।‘

ওআ /এডিবি