ন্যাভিগেশন মেনু

করোনামুক্ত হলেন মুমিনুল


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনাভাইরাস মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দ্বিতীয়বারের মতো করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে এই তারকা ক্রিকেটারের। এর ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার পথে বাঁধা কেটে গেলো মুমিনুলের।

গত ১০ নভেম্বর সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন মুমিনুল। শারীরিক জটিলতা না থাকায় বাসাতেই আইসোলেশনেই ছিলেন তারা।

করোনামুক্ত হয়ে মুমিনুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘বড় বোঝা নেমে গেলো। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা... যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে প্রথম ম্যাচে ২৬ নভেম্বর খেলতে নামবে মুমিনুলের দল। এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হচ্ছে বেক্সিমকো ঢাকা। শিগগিরই দলটির সঙ্গে তিনি অনুশীলনে যোগ দেবেন।

ওয়াই এ/এডিবি