ন্যাভিগেশন মেনু

করোনার প্রভাবে রেমিট্যান্স ২২ শতাংশ কমবে


করোনার প্রভাবে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো অর্থ ২২ শতাংশ কমবে বলে ধারনা করছে বিশ্বব্যাংক।

করোনার বিশ্বব্যাপী মহামারীর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জনশক্তি রফতানি বাজারে। জনশক্তি নিয়ে কর্মরত বাংলাদেশী সংস্থা ওআরবি’র প্রাথমিক হিসাব মতে, করোনার কারণে ৪ লাখের মতো প্রবাসী বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন।

বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা বলেছে, করোনার নেতিবাচক প্রভাবে বিশ্বজুড়ে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসীদের প্রেরিত অর্থ ২২ শতাংশ কমবে।

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের গত বছরে ১ হাজার ৮শ’ কোটি ডলারের রেমিট্যান্স ২০২০ সালে নেমে আসবে ১ হাজার ৪শ’ কোটি ডলারে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রেমিট্যান্স কমবে বলে মনে করছে বিশ্বব্যাংক। ইতোমধ্যে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করেছে বলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে।

এ বছরের প্রথম তিন মাসে অর্থাৎ গত মার্চ পর্যন্ত গত বছরের ওই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ১২ শতাংশ, যা ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের মার্চে প্রবাসীদের প্রেরিত অর্থ ছিল ১৪৬ কোটি ডলার - যা এ বছরের ওই সময়ে হয়েছে ১২৮ কোটি ডলার। এপ্রিলে এ প্রবণতা আরও নিম্নমুখী।

এদিকে, করোনার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা আশংকা করছেন বিশেষজ্ঞগণ। ইতোমধ্যে জনশক্তির বাজারে এর প্রভাব পড়েছে।

এডিবি/