ন্যাভিগেশন মেনু

করোনায় 'রেমদেশিভির' ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র


মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে গুরুতর অবস্থা যাদের, তাদের প্রয়োজনে রেমদেশিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটিতে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে সফল হয়েছে।

শুক্রবার (১ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন।

নিউইয়র্ক পোস্ট, এনবিসি নিউজসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার, এফডিএ কমিশনার ড. স্টিফেন হান ও গিলিয়েড সায়েন্সে-এর সিইও’র মধ্যকার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৯ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধে রেমদেশিভির-এর কার্যকারিতার পরীক্ষামূলক ড্রাগ 'রেমদেশিভির' করোনার বিরুদ্ধে কার্যর প্রতিষেধক হতে পারে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ এন্থনি ফাউচি।

ওইদিন তিনি বলেন, 'ভাইরাস দমনে তা সফল হতে পারে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে রোগীরা ১১দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন, যেখানে বর্তমানে সুস্থ হতে সময় লাগছে প্রায় ১৫ দিনের মতো।'

তবে এই ওষুধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কিনা, তা এখনো প্রমাণিত নয়।

তবে ১ মে প্রেসিডেন্টের ঘোষণার পর ‘জরুরি ব্যবহারের অনুমোদন’ পেলো ওষুধটি। এফডিএ–এর অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে ডাক্তারেরা এখন থেকে এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।

‘রেমদেশিভির’ অনুমোদন দেওয়ার সময় ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ওষুধ ব্যবহারের বিষয়ে কথা বলেছেন। টাস্কফোর্সের সদস্যরা এই ওষুধ অনুমোদনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

এডিবি/