ন্যাভিগেশন মেনু

করোনায় একদিনে আরও ৩৫ জনের মৃত্যু


করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ৫ হাজার ৪৪০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৫২০ জন।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৮ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। এছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৬৬ শতাংশ এবং এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগী বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ এবং সুস্থতার হার ৭৬ দশমিক ৮১ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ওআ/