NAVIGATION MENU

করোনায় গত ২৪ ঘন্টায় দেশে ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৩০৩১


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২২৮ জনে পৌঁছেছে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল)) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৩৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৯ জন, বেসরকারি হাসপাতালে ২৭ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ওয়াই এ/এডিবি