NAVIGATION MENU

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু


করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে। 

একই সময়ে করোনাভাইরাস সনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৯২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট সনাক্ত হলো ৩৪ হাজার ৭৬২ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।

এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী নয়জন।

বিভাগ অনুযায়ী, ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, ব‌রিশা‌লে দুইজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে তিনজন রয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

এডিবি/