ন্যাভিগেশন মেনু

করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ কমেছে


বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ বরাবরই অস্থিতিশীল। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭৬৬ জন। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৮৫৪ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৭৭ হাজার ৭৫ জন।

এর আগের দিন করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছিল ৯ হাজার ৯০০ জনের এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৫৯৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২২ কোটি ১০ লাখ ৭৮ হাজার ৭১৯। এরমধ্যে মারা গেছেন ৪৫ লাখ ৭৪ হাজার ৪৮৪ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৯ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ৪৬২ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি সাত লাখ ৬৫ হাজার ৩৫৬ জন। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৫ হাজার ৮৫৮ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১২ লাখ ৯৯ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৫১২ জন এবং শনাক্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ১৫০ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ৫৬৭ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২১ লাখ ৩০ হাজার ৫৭৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪০ জন এবং শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৩৪৬ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। এরমধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৩৬২ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪৯ জন এবং শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৩৪৮ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।

এসএ/এডিবি/