ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে একদিনে প্রাণ গেলো ৩৫৬৩ জনের


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। গত দিনের তুলনায় আজ সংক্রমণ আরও কিছুটা কমেছে।

অন্যদিকে, শুক্রবার (২৮ মে) দেশে নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ৭৩ হাজার ৯২১ জন। গত ৪৫ দিনে এটিই সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণে।

শনিবার (২৯ মে) সকালে করোনাভাইরাস পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩৮৪ জন। এ ছাড়াও মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৪৩১ জন।

একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৬০১ জন। সংক্রমণ কম এবং সুস্থতার হার বেশি হওয়ায় ভারতে গত দুই সপ্তাহ ধরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নিচে।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার১৯৩ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত সপ্তাহের তুলনায় প্রায় ৬ হাজার কম এই দৈনিক সংক্রমণ। অন্যদিকে কোভিডমুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৫ জন।

অন্যদিকে, এখন পর্যন্ত দেশে ২০ কোটি ৮৬ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন।

ওয়াই এ/এডিবি/