ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে একদিনে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে


ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর হার। সেইসঙ্গে বেড়েছে সুস্থতার হারও।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করোনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন এবং মারা গেছেন ৩৬৯ জন। এদিকে গত একদিনে ভারতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ হাজার ৯৪২ জন।

এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) করোনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন এবং মারা গেছেন ২৯০ জন। এদিকে গত একদিনে ভারতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ১১৪ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৭১৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৪১১ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৬ শতাংশে।

এসএ/এডিবি/