ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু


ভারতে করোনাভাইরাসে কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে বেড়েছে সুস্থতার হার।

রবিবার (৫ সেপ্টেম্বর) করোনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন এবং মারা গেছেন ২১৯ জন। এদিকে গত একদিনে ভারতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৯১৭ জন মানুষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে করোনা থেকে সুস্থতার শতকরা হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে কেরালায়। এই দিন দেশটির সর্বদক্ষিণের এই রাজ্যটিতে মারা গেছেন ৭৪ জন। একই দিন ৬৭ মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র।

এসএ/ওআ