ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো ২৭০৬ জনের


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর গত দিনের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৭১ জন।

শুক্রবার (৪ জুন) সকালে করোনাভাইরাস আপডেট জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লাখ  ৭২ হাজার ৩৫৯ জন ছাড়িয়ে গেছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৪০ হাজার ৭১৯ জন।

এদিকে, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে উঠেছে ২ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ৮০৮ জন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী—ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ৭০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৪৩ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২২৯ জন। মৃত্যুর দিক থেকে মহারাষ্ট্রের পরই আছে কর্নাটক। এ রাজ্যে ৫১৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩২৪ জন। 

ওয়াই এ/ এস এস