ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক সংক্রমণ কেরালায়


ভারতের সব রাজ্যে করোনাভাইরাসে গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও দেশটির কেরলা রাজ্যে সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৮৩৬ জন।

রবিবার (২৯ আগস্ট) করোনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন এবং মারা গেছেন ৩৮০ জন। এদিকে গত একদিনে ভারতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৪ হাজার ৭৬৩ জন মানুষ।

দেশটিতে আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে ২ হাজারের বেশি। গত একদিনে মৃত্যু কমেছে ৮০ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৫ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

সোমবার (৩০ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জনে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, আগস্ট মাসের ২৯ তারিখ পর্যন্ত ভারতে মোট ৫২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ১৯ হাজার ৯৯০ জনের।

এসএ/এডিবি/