ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ২১১৫ জনের প্রাণাহানি


ভারতে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর হার এখন অনেকটাই নিম্নগামী। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৩৪৫  জন। প্রায় ৬৩ দিন পর এক লাখের নিচে নামলো দৈনিক সংক্রমণ।

মঙ্গলবার (৮ জুন) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ি, দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩৪৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৭৯৯ জন।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৩ লাখের ঘরে।

পশ্চিমবঙ্গ রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫ হাজার ৮৮৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ১০৩ জন।

এস এ/এডিবি/