ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ২৭২৬ জনের প্রাণাহানি


ভারতে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জন।

অন্যদিকে, সোমবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন এক লাখ ১৭ হাজার ৫২৫ জন।

মঙ্গলবার (১৫ জুন) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন লাখ ৭৭ হাজার ৬১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লাখ ৭২ হাজার ৭৮০ জন।

পশ্চিমবঙ্গেও দ্রুত কমছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৩ হাজার ৫১৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ৭৮ জন। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭১ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বিপর্যস্ত রাজ্যগুলোতে সম্প্রতি পরিস্থিতির উন্নতি হচ্ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় দিল্লি, হরিয়ানাসহ অনেক রাজ্যে করোনা বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

সোমবার ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক আক্রান্তের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। এদিন মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। তবে এই সংখ্যাটিও গত তিন মাসে ভারতের সবচেয়ে ধনী ও করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বিপর্যস্ত এই রাজ্যটিতে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।

তাছাড়া, এখনও পর্যন্ত ভারতে প্রায় ২৬ কোটি মানুষ করোনা টিকা নিয়েছেন।

এসএ/এডিবি/