ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৬১৩৮ জনের প্রাণাহানি


ভারতে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর হার ফের বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৮৯৬ জন।

এ নিয়ে দেশটিতে পরপর দুই দিন এক লাখের নিচে দৈনিক সংক্রমণ। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৯২ হাজার ৫৯৬ জন।

বৃহস্পতিবার (১০ জুন) করোনাভাইরাসের হালনাগাদ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ২২৫ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিহার রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণেই এই দুঃখজনক রেকর্ডের সামনে দাঁড়িয়েছে ভারত।

এস এ/ওআ