ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ৮৮ দিন পর সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু ১৪২২


ভারতে কমেছে দৈনিক কোভিড-১৯ সংক্রমণের হার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দেশটিতে। ৮৮ দিন পর সর্বনিম্ন কোভিড গ্রাফ। দৈনিক সংক্রমণ পৌঁছলো ৫৩ হাজারের গণ্ডিতে।

সোমবার (২১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্রে হিন্দুস্তান টাইমস জানায়, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৩ হাজার ২৫৬ জন। একইসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২২ জন।

এর আগের দিন (শনিবার ) ৫৮ হাজার ৫৮৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং ১ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়। সে হিসেবে আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় পাঁচ হাজার।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ি, ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ২ হাজার ৮৮৭ জন। রবিবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১৯০ জন। এখন পর্যন্ত প্রায় দুই কোটি ৮৮ লাখ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।

পশ্চিমবঙ্গ রাজ্যেও দ্রুত হারে নিম্নমুখী দৈনিক সংক্রমণের গ্রাফ। রবিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, একদিনে মোট দুই হাজার ১৮৪ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন।

এছাড়া, ভারতে এখন পর্যন্ত ২৮ কোটিরও বেশি মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ২০ তারিখ পর্যন্ত ভারতে ৩৯ কোটি ২৪ লাখ ৭ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৬৯৯ জনের।

এস এ/এডিবি/