ন্যাভিগেশন মেনু

করোনা টেস্টের জন্য ফি নির্ধারণ, হাসপাতালে ২০০ ও বাড়িতে ৫০০ টাকা


সরকারিভাবে করোনাভাইরাসের (কভিড-১৯) নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতদিন নমুনা পরীক্ষা সরকারিভাবে বিনামূল্যে করা হলেও সেই সুবিধা আর থাকছে না। 

রবিবার (২৮ জুন) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ আরটি-পিসিআর টেস্ট এর মাধ্যমে নির্ণয় করা হয়। এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে। ফলে কোন উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেছেন।

কভিডের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের ১৫ জুন তারিখের স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে ফি নির্ধারণ করা হলো:

এখন থেকে সরকারি হাসপাতালের বুথে এসে পরীক্ষা করতে ২০০ টাকা খরচ করতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য খরচ ধরা হয়েছে ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত সরকারিভাবে করোনার নমুনা পরীক্ষা বিনামূল্যে করা হলেও বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। আর বেসরকারিভাবে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার খরচ পড়ছে সাড়ে চার হাজার টাকা। আবার অনেক প্রতিষ্ঠান আরও বেশি টাকা নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

বর্তমানে দেশের ৬৮টি গবেষণাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এসব পরীক্ষার জন্য কিট সরবরাহ করছে সরকার। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে এখন দৈনিক  গড়ে ১৮ হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ি রবিবার সকাল পর্যন্ত পিসিআরে মোট সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এডিবি/