ন্যাভিগেশন মেনু

করোনাকালে গণপরিবহন শ্রমিকদের পাশে থাকারও ঘোষণা মেয়র তাপসের


করোনাকালে গণপরিবহন শ্রমিকদের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২ আগস্ট) সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মেয়র বলেন, ‘করোনা মহামারিতে গণপরিবহন বিশেষ করে গণপরিবহনের শ্রমিক ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও কাছে হাতও পাততে পারছে না তারা। নীরবে-নিভৃতে নিষ্পেষিত হচ্ছেন তারা।’

তিনি বলেন, ‘এখনও করোনা মহামারি চলছে। তবে এই মহামারির মধ্যেও মানুষ যাতে জীবন ও জীবিকার মাঝে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, অর্থনীতির চাকা সচল থাকে, মানুষ যেন ভালো থাকে, দুর্ভোগে না থাকে সেজন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শেখ তাপস বলেন, ‘তাই দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান টার্মিনালে যত শ্রমিক আছে, তাদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ হতে আমরা ১০০ টন খাদ্য শস্য বরাদ্দ নিশ্চিত করেছি।’

এমআইআর/ওআ