ন্যাভিগেশন মেনু

জনসম্মুখে ও আগ্রহের সাথে কােভিড-১৯ ভ্যাকসিন নেবো: ট্রুডো


স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করে জনসম্মুখে ও আগ্রহের সাথে ভ্যাকসিন নেবেন বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

স্থানিয় সময় রবিবার (২০ ডিসেম্বর) প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তার বয়সী লোকদের যখন করোনা টিকা নেওয়ার পালা আসবে তখন তিনি জনসমক্ষে কোভিড -১৯ টিকা গ্রহণ করবেন।

সিবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রুডো বলেন, ‘গত ১৪ ডিসেম্বর থেকে তুলনামূলকভাবে সীমিত সরবরাহ নিয়েই কানাডায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। সামনের সারির স্বাস্থ্যকর্মী ও দীর্ঘমেয়াদী সেবাকেন্দ্রগুলোর বাসিন্দা ও কর্মীদের আগে ভ্যাকসিন দেয়া হচ্ছে।’

এ বছর বড়দিনে ৪৯ বছরে পা দেবেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘চল্লিশের স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের জন্য যখন ভ্যাকসিন উন্মুক্ত হবে, আমি ভ্যাকসিন নেবো।’

তিনি আরও জানান, ‘গত মে মাসে জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ট্রুডো কোয়ারেন্টিনে ছিলেন।’

এ প্রসঙ্গে ট্রুডো জানান, ‘তিনি সম্ভবত এই রোগের খুবই মৃদু উদাহরণ ছিলেন। এটা হতে পারে যে আমিও সে সময় আক্রান্ত হয়েছিলাম।’

কানাডার সরকারি স্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারক বিভাগ হেলথ কানাডা জানিয়েছে, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।’

সিটিভি নেটওয়ার্ককে ট্রুডো জানান, সাতটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির কাছে ৪০ কোটি ভ্যাকসিন ডোজের অর্ডার করে রাখা হয়েছে।

ওয়াই এ/এডিবি