ন্যাভিগেশন মেনু

করোনাকালে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষা ও চিকিৎসাখাত


‘ বৈশ্বিক করোনাভাইরাস  হানায় বিশ্ব আজ চরম ক্রান্তিকাল পার করছে। প্রতিনিয়ত করোনার বিরুদ্ধে আমাদের লড়াই করে চলতে হচ্ছে। এরোগে ইতিমধ্যে বিশ্বে ৩৬ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন আর আক্রান্ত হয়েছেন ১৭ কোটি মানুষ।’

আজ রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে

‘বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন’  আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষক ইউনিয়ন  নেতৃবৃন্দ এ কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, এ ক্রান্তিকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষা ও চিকিৎসাখাত। প্রায় ১৫ মাস যাবৎ বন্ধ  রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থী তথা অভিভাবকমহল উকণ্ঠিত আছেন শিক্ষার ভবিষ্যৎ নিয়ে।

এ অবস্থায় শিক্ষকরা অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্থ। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতনের সরকারি অংশ পাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠানের অংশ পাচ্ছেন না।

এমপিওবিহীন প্রায় তিন লাখ শিক্ষক-কর্মচারী আছেন । তারা আদৌ কোন বেতন পাচ্ছেন না। এজন্য তারা পরিবার-পরিজন নিয়ে চরম দু:খকষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন।

 বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের মহাসচিব মো: জসিম উদ্দিন সিকদার।

বক্তারা বলেন, দেশের ৯৭ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ লাখের বেশি শিক্ষক-কর্মচারি চাকরি করছেন। কিন্তু তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন আর্থিক ও সামাজিকভাবে।

তারা সকল বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবি জানান।

এস এস