ন্যাভিগেশন মেনু

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক


কক্সবাজার জেলার টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বুধবার (১৬ ডিসেম্বর) রাতে হোয়াইক্যং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটক মাদককারবারী হলেন - উকিয়ার কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা শিবিরের ‘ই’ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল টেকনাফের হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার সময়  মাহমুদুল হাসানকে (৩৮) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পলিথিন ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গা মহমুদুল হাসানকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এস এ/এডিবি