ন্যাভিগেশন মেনু

করোনাতেও বড় ক্ষতির ভয় নেই বিসিবির


করোনার প্রভাবে ক্ষতির মুখে পড়েছে ভারত, ইংল্যান্ডের মতো ক্রিকেট খেলুড়ে দেশ। তবে করোনাভাইরাসের আগেই ঘরোয়া ক্রিকেটের কিছু খেলা শেষ হয়ে যাওয়াতে খেলাধুলা বন্ধ হয়ে গেলেও বড় কোনো ক্ষতির ভয় নেই বিসিবির।

শনিবার (৪ এপ্রিল) বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান ইসমাইল হায়দার এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের রাজস্ব আয়ের টুর্নামেন্টগুলোর কোনোটাই করোনার কারণে বাদ পড়েনি। পাকিস্তান, আয়ারল্যান্ড সফরের কথা ছিল। সেগুলোতে তো আরেক বোর্ডের আয় হতো। সেদিক থেকে আমরা ভালো জায়গায় আছি।’

ইসমাইল হায়দার বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ থেকে খুব বেশি না হলেও কিছু রাজস্ব আসতো। আইসিসির টুর্নামেন্ট আছে এই বছরের শেষে। এশিয়া কাপ আছে সেপ্টেম্বর-অক্টোবরে। টুর্নামেন্টগুলো যদি মাঠে গড়ায় ও বছর শেষে যদি বিপিএলটা করতে পারি, তাহলে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো।’

ইসমাইল হায়দার বলেন, ‘সব মিলিয়ে এ বছর বিসিবির ক্ষতি হতে পারে সর্বোচ্চ ২০-২৫ ভাগ। অবশ্য এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বা আরও খারাপ হলে অঙ্কটা বাড়তেও পারে।’

এমআইআর/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন