NAVIGATION MENU

করোনামুক্ত মাহমুদউল্লাহ রিয়াদ


করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নেগেটিভ হওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন এই টাইগার অলরাউন্ডার।

করোনা থেকে মুক্ত হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে জানিয়েছেন, ‘আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, গতকাল আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ইনশাল্লাহ এখন আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে। আপনাদের প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

এরআগে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে করা করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসায় সে আর সেখানে খেলতে যেতে পারেনি।

২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মাহমুদউল্লাহ খেলবেন জেমকন খুলনার হয়ে। একই দলে খেলবেন ছোট ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নেগেটিভ ফল মেলায় বুধবার থেকে অনুশীলন শুরু করবেন তিনি।

এমআইআর / এডিবি