NAVIGATION MENU

করোনামুক্ত হাবিবুল বাশার


করোনামুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বুধবার (২৫ নভেম্বর) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার করোনা টেস্ট করানোর পর আজ (বুধবার) ফলাফল নেগেটিভ এসেছে। তবে ফের একবার ফুসফুসে সংক্রমণের পরীক্ষা করিয়েছেন তিনি, যার ফলাফল হাতে পাবেন আগামীকাল।

এর আগে, গত ৯ নভেম্বর দুপুর থেকে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন হাবিবুল বাশার। শরীরে করোনা হানা দিল কিনা এমন সন্দেহে পরদিন নমুনা দিলে ১১ নভেম্বর জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

এরপর গত ১৬ নভেম্বর হুট করেই হাবিবুলের স্বাস্থ্যের চরম অবনতি হয়। উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে জাতীয় দলের নির্বাচক ও সাবেক টাইগার দলপতি তাৎক্ষণিকভাবে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

ওআ/