NAVIGATION MENU

করোনামুক্ত হয়ে শুটিংয়ে ফিরলেন অপূর্ব


করোনাকে হারিয়ে একদম সুস্থ হয়ে শু্যটিংয়ে ফিরেলেন অপূর্ব। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর উত্তরায় নাটকের শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়ান জনপ্রিয় এই অভিনেতা।

শুটিংয়ে অংশ নেওয়া এই নাটকের নাম ‘তোমার হাতটি ধরে’। মুরসালিন শুভর গল্পে নাটকটি পরিচালনা করছেন এস আর মজুমদার। নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। রোমান্টির ঘরানার এই নাটকে রোমান্টিকতার পাশাপাশি থাকছে কমেডিও।

নাটকটির বিষয়ে নির্মাতা জানান, ‘তোমার হাতটি ধরে’ রোমান্টিক কমেডি নাটক। এই সময়ে রোমান্টিক অভিনেতা হিসেবে অপূর্বর বিকল্প নেই। রোমান্টিকতার বাইরে এখানে কমেডিও দেখা যাবে, যেটা দর্শকদের বাড়তি আনন্দ দেবে। কমেডি বলতে আবার ভাঁড়ামো কিছু নয়; স্বাভাবিকের মধ্যেই যেটা হাসির খোঁড়াক জন্মাবে মুহূর্তে। অপূর্ব, সাবিলার মাঝখানে হাসির খোঁড়াকের জন্ম দেবে টিয়া পাখি। আশা করছি দর্শকরা বেশ উপভোগ করবেন।‘

অভিনেতা অপূর্ব বলেন, ‘আলহামদুলিল্লাহ! অবশেষে আমি আমার প্রিয় কর্মস্থলে ফিরেছি। এই সময়টাতে অনেক মানুষের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি যা আসলে বলে শেষ করা যাবেনা। শারীরিক দিক থেকে একটু দুর্বল লাগলেও কাজে ফিরে সেটা আর অনুভব হচ্ছে না। কাজের বাইরে ও নির্মাতা ব্যক্তিগতভাবে যথেষ্ট স্পেস দিচ্ছেন এবং টেককেয়ার করছেন। এমন ভালোবাসা কয়জনে পায়! আমি একদমই ঠিক আছি।’

নাটকটির বিষয়ে তিনি বলেন, ‘এই নাটকটি বেশ মজার, রোমান্টিক কমেডি। আমার একটা টিয়া পাখি আছে যেটার নাম জুলি। পাখিটাকে যখন যেটা বলতে বলি সে ঠিক তার উল্টোটা করে আমাকে বিপাকে ফেলে দেয়। এরকমই একটা মজার গল্পে কাজটি করছি।‘

অপূর্ব ও সাবিলা ছাড়াও নাটকটিতে আরও দেখা যাবে শামীমা নাজনীন, হিন্দোল রায়, অ্যাথেনা প্রমুখ।

সাউন্ডটেকের ব্যানারে নাটকটি শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত মুক্ত হবে।

এমআইআর/এডিবি