ন্যাভিগেশন মেনু

করোনা উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু


করোনার উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন-চারদিন ধরে তিনি অসুস্থবোধ করছিলেন। এ সময় তার হালকা জ্বর এবং প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল।

সোমবার সকালে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এ সময় তার অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয়।

অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। 

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন, শিক্ষক সমিতিসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

সিবি/এডিবি