ন্যাভিগেশন মেনু

করোনার চিকিৎসায় চিকিৎসকদের জরুরি নির্দেশনা


করোনাভাইরাস (কভিড-১৯) উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসাজনিত জটিলতা মোকাবেলার জন্য চিকিৎসকদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসানের স্বাক্ষরিত এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে - করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাজনিত জটিলতা মোকাবিলার জন্য নিম্নবর্ণিত নিদের্শনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ক) সরকারি ও বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক কোনও রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবেন না। 

খ) যদি কোনও রোগীর কভিড-১৯ লক্ষণ থাকে, তবে প্রথম চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেবেন। প্রয়োজনে পিপিই পরিধানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে পাঠাবেন। দ্বিতীয় চিকিৎসক পিপিই পরিহিত অবস্থায় রোগীকে চিকিৎসা দেবেন।

গ) জেলা পর্যায়ে সদর হাসপাতাল এবং তদুর্ধ সকল হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগী পরিবহণের কাজে ড্রাইভার ও পিপিই-সহ নির্দিষ্ট করতে হবে এবং উক্ত অ্যাম্বুলেন্সটি কোন ভাবই সাধারন রোগী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে না।

এডিবি/

আরো পড়ুন: